Site icon Jamuna Television

প্যারাগুয়ের কাছে হেরে দিশেহারা ব্রাজিল

তারকাবহুল দল নিয়েও প্যারাগুয়ের কাছে হারের স্বাদ নিয়ে দিশেহারা পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। নিজেদের মাঠে সফরকারীদের ১-০ গোলে হারিয়েছে স্বাগতিকরা।

প্যারাগুয়ের ঘরের মাঠে বেশ দাপটের সাথে ম্যাচ শুরু করে ব্রাজিল। তবে, ফরোয়ার্ডদের ব্যর্থতায় কাঙ্খিত গোলের দেখা মেলেনি সেলেসাওদের।

উল্টো ২০ মিনিটে, গোল খেয়ে বসে ব্রাজিল। ডিয়েগো গোমেজের দুর্দান্ত এক গোলে লিড পেয়ে যায় প্যারাগুয়ে। ব্রাজিল রক্ষণভাগের দূর্বলতা কাজে লাগিয়ে দূরপাল্লার শটে একমাত্র জয়সূচক গোলটি তুলে নেয় স্বাগতিকরা।

ম্যাচের দ্বিতীয়ার্ধে আর কোন গোল না হলে হারের স্বাদ পায় সফরকারী ব্রাজিল। ভিনিসিয়ুস জুনিয়র, এন্ড্রিক আর রদ্রিগোকে নিয়ে প্যারাগুয়ে বিপক্ষে আক্রমণভাগ সাজিয়েছিলেন ব্রাজিল কোচ দোরিভাল। পুরো দলেই ছিল না তারকার অভাব। কিন্তু এরপরেও ব্রাজিলের ফরোয়ার্ডদের কোন আক্রমণ সফল হতে দেয়নি প্যারাগুয়ের ডিফেন্স।

/এআই

Exit mobile version