Site icon Jamuna Television

নতুন ৮ ডিসির নিয়োগ বাতিল

পদবঞ্চিতদের দাবি ও অভিযোগ থাকায় নতুন নিয়োগপ্রাপ্ত ৮ জেলা প্রশাসকের নিয়োগ বাতিল করা হয়েছে। সেই সাথে ৪ জেলার ডিসিকে রদবদল করা হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে জনপ্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান এসব কথা বলেন। এ সময় তিনি জানান, নিয়োগ বাতিল হয়েছে লক্ষীপুর, জয়পুরহাট , কুষ্টিয়া, রাজশাহী, সিরাজগঞ্জ, দিনাজপুর, রাজবাড়ি, শরীয়তপুর জেলায় নিয়োগপ্রাপ্তদের। তারা পূর্বের পদে দায়িত্ব পালন করবেন।

তিনি আরও জানান, ডিসি নিয়োগ নিয়ে সচিবালয়ে মঙ্গলবার যে হট্টগোল হয়েছে তা অনাকাঙ্খিত। এজন্য এক সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি ৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে।

সিনিয়র সচিব বলেন, নিয়োগপ্রাপ্ত নতুন ডিসিদের বিরুদ্ধে আসা অভিযোগগুলো যাচাই বাছাই করা হচ্ছে। সাত সচিবের পদ শূন্য আছে দ্রুত তা পূরণ করা হবে বলেও জানান তিনি।

/এএস

Exit mobile version