Site icon Jamuna Television

স্বামী-শ্বাশুড়ির নিপীড়নে গ্যাস ট্যাবলেট খেয়ে সন্তানসহ গৃহবধূর আত্মহত্যা

বগুড়া ব্যুরো:

বগুড়ার শেরপুরে অ্যালুমিনিয়াম ফসফাইড ট্যাবলেট বা গ্যাস ট্যাবলেট সেবন করে ছয়মাস বয়সী শিশুসন্তানসহ আত্মহত্যা করেছেন এক গৃহবধূ। বৃহস্পতিবার (১৫ নভেম্বর) বিকেলে ট্যাবলেট সেবন করার পর সন্ধ্যায় হাসপাতালে মৃত্যু হয় তাদের।

গৃহবধূর স্বজনদের অভিযোগ, শ্বাশুড়ি ও স্বামীর নির্যাতনে কারণে সন্তানসহ আত্মহননের পথ বেছে নিয়েছেন তিনি।

প্রতিবেশীরা জানান, বছর তিনেক আগে উপজেলার বাগড়া গ্রামের মামুনের সাথে বিয়ে হয় সামসুন নাহার শান্তনার। বিয়ের পর থেকেই যৌতুকের টাকার জন্য প্রায়ই নির্যাতন চালানো হতো তার ওপর। এ নিয়ে দুই পরিবার কয়েক দফা সালিশ বৈঠকেও বসে। বৃহস্পতিবার সকালে মামুন ও তার মা আবারও যৌতুকের টাকার দাবিতে মারপিট করেন শান্তনাকে।

এ ঘটনার পর বিকেলে ক্ষুব্ধ শান্তনা প্রথমে ছয় মাস বয়সী পুত্রসন্তান শামীমকে এবং পরে নিজে গ্যাস ট্যাবলেট সেবন করে। আশপাশের লোকজন টের পেয়ে তাদের দ্রুত বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে সন্ধ্যায় মা-পুত্র দুজনেরই মৃত্যু হয়।

শেরপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির যমুনা নিউজকে জানান, রাত ১১টার দিকে শান্তনার বাবা সানাউল্লাহ বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেছেন তার স্বামী ও শ্বাশুড়িকে আসামী করে।

যমুনা অনলাইন: আরএম/এমএস

Exit mobile version