Site icon Jamuna Television

ইমরান খানের দলের শীর্ষ নেতাদের গ্রেফতার

ফাইল ছবি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বেশ কয়েকজন শীর্ষ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। খবর আনাদোলু এজেন্সির।

রাজধানী ইসলামাবাদে ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার পর এই নেতাদের গ্রেফতার করে নিরাপত্তা বাহিনী। নেতাদের গ্রেফতারের প্রতিবাদে কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ করেছে পিটিআইয়ের সমর্থকরা।

এদিকে, পুলিশ চারজনকে গ্রেফতারের কথা স্বীকার করলেও দলটির দাবি, তাদের অন্তত এক ডজন পার্লামেন্ট সদস্যকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এর মধ্যে দলের চেয়ারম্যান গহর খানকে আটকের পর ছেড়েও দেয়া হয়েছে।

এর আগে, রোববার (৮ সেপ্টেম্বর) ইসলামাবাদের উপকণ্ঠে বিক্ষোভ সমাবেশ করে পিটিআই। সমাবেশের শেষের দিকে পুলিশের সঙ্গে পিটিআইয়ের কর্মীদের সংঘর্ষ হয়।

/এএম

Exit mobile version