Site icon Jamuna Television

মণিপুরে ইন্টারনেট বন্ধ, তিন জেলায় কারফিউ জারি

ভারতের মণিপুরে চলমান উত্তেজনায় রাজ্যের তিন জেলায় কারফিউ জারি করেছে রাজ্য সরকার। এছাড়া বন্ধ রাখা হয়েছে গোটা রাজ্যে ইন্টারনেট পরিষেবা।

রাজ্য প্রশাসন জানিয়েছে, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির’ কারণে মঙ্গলবার সকাল ১১টা থেকে ইম্ফল পূর্ব ও পশ্চিম এবং থৌবাল জেলায় কারফিউ জারি করা হয়েছে। সেখানকার বাসিন্দাদের বাসা থেকে বেশি দূরে না যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এক সেনা সদস্য এবং এক নারীর মৃত্যুর পর গত সোমবার নতুন করে আন্দোলন শুরু হয়েছে। সাম্প্রতিক সহিংসতায় ড্রোন ও রকেট লঞ্চারের মতো উচ্চ প্রযুক্তির সামরিক অস্ত্র ব্যবহার করা হয়েছে। এ নিয়ে ক্রমে নাগরিকদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

এমন পরিস্থিতিতে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত গোটা রাজ্যে ইন্টারনেট পরিষেবা আবারও বন্ধের ঘোষণা দেয়া হয়েছে। প্রায় এক বছর আগেও সেখানে ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়েছিল।

/এটিএম

Exit mobile version