Site icon Jamuna Television

বিএসএমএমইউতে ভর্তি সাংবাদিক শফিক রেহমান

সিনিয়র সাংবাদিক শফিক রেহমান শারীরিক নানা অসুস্থতা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হয়েছেন। বুধবার (১১ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন মৌচাকে ঢিল’র সহকারী সম্পাদক সজীব ওনাসিস।

তিনি বলেন, দীর্ঘ প্রবাস জীবন শেষে ১৯ আগস্ট যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফিরেছেন যায় যায় দিন’র সাবেক সম্পাদক শফিক রেহমান। আসার পর থেকেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। সোমবার বেশি অসুস্থ বোধ করলে তাকে ওই দিন সন্ধ্যাতেই বিএসএমএমইউ’তে ভর্তি করা হয়।

সজীব ওনাসিস জানান, এরইমধ্যে শফিক রেহমানের এমআরআইসহ বেশকিছু পরীক্ষা-নীরিক্ষা করা হয়েছে। তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রয়েছে। তিনি চিকিৎসকদের গভীর পর্যবেক্ষণে আছেন।

শফিক রেহমানের দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।

/এমএমএইচ

Exit mobile version