Site icon Jamuna Television

সাবেক ছাত্রলীগ নেতা মাসুদ হত্যার ঘটনায় মামলা

রাজশাহীতে ছাত্রলীগের সাবেক নেতা আবদুল্লাহ আল মাসুদ হত্যার ঘটনায় মামলা হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী মহানগরীর মতিহার থানায় অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলাটি দায়ের করেন নিহতের ভাই মোহাম্মদ বেহেস্তি। মামলায় অজ্ঞাত ২০-৩০ জনকে আসামি করা হয়েছে।

গত ৭ সেপ্টেম্বর নগরীর বিনোদপুর এলাকায় ওষুধ কিনতে গেলে একদল যুবক ওপর হামলা চালায় মাসুদের ওপর। তারা কয়েক ঘণ্টা ধরে পিটিয়ে তাকে গুরুতর আহত করে। পরে তাকে বোয়ালিয়া থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মাসুদের।

নিহত হওয়ার ৫ দিন আগে এক কন্যা সন্তানের পিতা হন তিনি। ২০১৪ সালের এপ্রিলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী হামলায় এক পা হারান এ ছাত্রলীগ নেতা। ছাত্রজীবনে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন তিনি।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে ২০২২ সালের ২০ ডিসেম্বর আবদুল্লাহ আল মাসুদকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে স্টোর অফিসার পদে নিয়োগ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নিয়োগপত্র পেয়ে ২২ ডিসেম্বর চাকরিতে যোগ দেন তিনি। সেই থেকে তিনি এ পদেই চাকরি করতেন। তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর গ্রামে।

/এমএইচআর

Exit mobile version