Site icon Jamuna Television

আগামী ৩ সপ্তাহের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে: বিদ্যুৎ উপদেষ্টা

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের কারিগরি সমস্যা দ্রুত মেরামত করা হচ্ছে। রামপাল বিদ্যুৎ কেন্দ্র পুনরায় চালু হয়েছে। দ্রুত গ্যাস আমদানির ব্যবস্থা গ্রহণসহ আদানির সাথে যোগাযোগ করা হচ্ছে। ফলে আগামী তিন সপ্তাহের মধ্যে বিদ্যুতের বর্তমান অবস্থার উন্নতি হবে।এমন মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

বুধবার (১১ সেপ্টেম্বর) সচিবালয়ে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্সের একটি প্রতিনিধি দলের সাথে সাক্ষাতকালে একথা বলেন তিনি।

ফাওজুল কবির খান বলেন, দায়িত্ব গ্রহণের পর অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ২০১০ সালের বিশেষ আইন স্থগিত ও বিআরসি আইনের ৩৪ক ধারা বাতিল, তেলের দাম কমানো, বদলি ও নিয়োগ বাণিজ্য বন্ধে নীতিমালা তৈরিসহ অনেক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, কোনো পরিসংখ্যানে বিশ্বাস করি না। বাস্তব অবস্থা দিয়ে উন্নয়নের বিচার করা হবে। উন্মুক্ত টেন্ডারে সকলের অংশগ্রহণ নিশ্চিতে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। এ সময় তিনি সাংবাদিকদের বিদ্যুৎ ও জ্বালানি খাতের অনিয়ম-দুর্নীতির তথ্য দিয়ে সহযোগিতার আহ্বানও জানান।

/আরএইচ

Exit mobile version