Site icon Jamuna Television

সাবেক মন্ত্রী শাজাহানের এপিএস জাহাঙ্গীর গ্রেফতার

সাবেক মন্ত্রী শাজাহান খানের এপিএস মো. জাহাঙ্গীর জমাদ্দারকে রাজধানীর মগবাজার থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বুধবার (১১ সেপ্টেম্বর) এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানায় বাহিনীটি।

র‍্যাব জানায়, গত ১৯ জুলাই মাদারিপুরে আন্দোলন চলাকালে ছাত্র-জনতার উপর গুলিবর্ষণ ও হত্যা মামলার আসামি তিনি।

এর আগে, গত বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে ধানমন্ডির একটি বাসা থেকে শাজাহান খানকে গ্রেফতার করে যৌথ বাহিনী। পরদিন শুক্রবার একটি হত্যা মামলায় তাকে ৭ দিনের রিমান্ডে পাঠায় আদালত। এরপর রিমান্ডে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে গত রোববার (৮ সেপ্টেম্বর) রিমান্ড শেষ না করেই তাকে কারাগারে পাঠানো হয়।

/আরএইচ

Exit mobile version