Site icon Jamuna Television

পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের দায়িত্বে সফর রাজ হোসেন

সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, পুলিশ প্রশাসনসহ ৬টি প্রতিষ্ঠান সংস্কারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এতে পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন সফর রাজ হোসেন। তিনি স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব ছিলেন।

বুধবার (১১ সেপ্টেম্বর) জাতির উদ্দেশে দেয়া ভাষণে ৬টি কমিশনের প্রধানদের নাম ঘোষণা করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এদিকে, ড. মুহাম্মদ ইউনূসের দেয়া ভাষণে পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধানের নামের ভুল বানান লেখা হয়েছিল। পরবর্তীতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে তা সংশোধন করা হয়।

এছাড়া, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে ড. বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান, দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান হিসেবে ড. ইফতেখারুজ্জামান, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে আবদুল মুয়ীদ চৌধুরী ও সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ড. শাহদীন মালিক দায়িত্ব পালন করবেন।

/আরএইচ

Exit mobile version