Site icon Jamuna Television

সম্পত্তির বিরোধের জেরে পুত্রের হাতে পিতা খুন

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের কর্ণফুলীতে সম্পত্তির ভাগবাটোয়ারা দ্বন্দ্বের জেরে পুত্রের হাতে পিতা খুনের ঘটনা ঘটেছে। এঘটনায় দুই পুত্র পলাতক রয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নুরুল হক চৌধুরী (৭০) উপজেলার বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর ওয়ার্ডের বাসিন্দা।

প্রতিবেশিরা জানান, সপ্তাহখানেক আগে নিহতের দুই সন্তান নেজাম উদ্দিন (৩৩) ও মিজানুর রহমান (২৫) প্রবাস থেকে দেশে আসে। এরপর থেকেই পারিবারিক সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে বিরোধ চলছিল পিতা-পুত্রের মধ্যে। আজ সন্ধ্যায়ও পিতা-পুত্রের মাঝে ঝগড়া-ঝাটি হয়। এক পর্যায়ে চিৎকারে শুনে ছুটে আসলে রক্তাক্ত অবস্থায় নুরুল হককে পড়ে থাকতে দেখে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. দিদারুল আলম বলেন, নিহতের দুই প্রবাস ফেরত পুত্র জমির ভাগ নিয়ে পুত্রের সাথে বিরোধে জড়িয়েছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করেই তিনি খুন হতে পারেন। নিহতের সংসার স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে বলেও জানান তিনি।

কর্ণফুলী থানার পরিদর্শক (তদন্ত) বলেন, আমাদের টিম ঘটনাস্থলে গিয়েছিলো। প্রাথমিক সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। খুনের সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

/আরআইএম

Exit mobile version