Site icon Jamuna Television

দক্ষিণ আফ্রিকা সিরিজের দুই টেস্টের ভেন্যু চূড়ান্ত

ছবি: সংগৃহীত

সবকিছু ঠিক থাকলে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১৬ অক্টোবর বাংলাদেশ সফরে আসবে দক্ষিণ আফ্রিকা। দুটি ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। 

রাজনৈতিক অস্থিরতার কারণে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে পারছে না বাংলাদেশ। ঘরের মাঠে নিউজিল্যান্ড ‘এ’ দলের সফরও হয়েছে স্থগিত। শঙ্কা আছে দক্ষিণ আফ্রিকা দলের বাংলাদেশ সফর নিয়েও। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা বলে এক সপ্তাহের মধ্যে এ ব্যাপারে সিদ্ধান্ত জানাবে দেশটির ক্রিকেট বোর্ড।

তবে দক্ষিণ আফ্রিকা এলে সিরিজের দুটি টেস্টের ভেন্যু ঠিক করে রেখেছে বিসিবি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ২১ অক্টোবর শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু ২৯ অক্টোবর, ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। সূচি অনুযায়ী, আগামী ৩ নভেম্বর বাংলাদেশ ছাড়বে দক্ষিণ আফ্রিকা দল।

২০১৫ সালে সর্বশেষ বাংলাদেশে এসেছিল প্রোটিয়ারা। সেবার তিন সংস্করণের ক্রিকেটই হয়েছে। বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ হেরেছিল ২-০ ব্যবধানে। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ হারলেও পরের দুটি জিতে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল বাংলাদেশ। বৃষ্টির কারণে দুই টেস্টের সিরিজে দু’টি ম্যাচই ড্র হয়।

/আরআইএম

Exit mobile version