Site icon Jamuna Television

ভিয়েতনামে ইয়াগির তাণ্ডব: মৃত্যু বেড়ে ১৪০

সুপার টাইফুন ইয়াগির তাণ্ডবে ভিয়েতনামে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ১৪০ জনে। এখনও নিখোঁজ আছেন ৫৪ জন। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের।

চলতি বছরে এশিয়ার সবচেয়ে শক্তিশালী টাইফুন ইয়াগি পশ্চিম দিকে এগিয়ে যাওয়ার পথে দেশটির রাজধানী হ্যানয়ে প্রবল ঝড় বইয়ে দেয় ও ভারি বৃষ্টি ঝরায়। হ্যানয়ের রাস্তাগুলো ডুবে গেছে। বুধবার (১১ সেপ্টেম্বর) হ্যানয়ের নদী তীরবর্তী এলাকাগুলোর কয়েক হাজার বাসিন্দাকে তাদের ঘরবাড়ি থেকে সরিয়ে নেয় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত শনিবার (৭ সেপ্টেম্বর) ভিয়েতনামের উত্তরাঞ্চলে আঘাত হানে সুপার টাইফুন ইয়াগি। ওই ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক বর্ষণ, ভূমিধস ও বন্যার পরিস্থিতি এখনও অব্যাহত আছে দেশটিতে।

/এএম

Exit mobile version