Site icon Jamuna Television

আছাদুজ্জামান মিয়াকে নেয়া হলো আদালতে

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়াকে নেয়া হয়েছে সিএমএম আদালতে। হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করবে পুলিশ।

আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় ডিবি কার্যালয় থেকে আছাদুজ্জামান মিয়াকে বের করা হয়। ১০টা নাগাদ তাকে সিএমএম আদালতের গারদখানায় নেয়া হয়। এর আগে, বুধবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর মহাখালী থেকে গ্রেফতার হন তিনি।

উল্লেখ্য, ২০১৫ সালে ছাত্রদল নেতা জনি হত্যার ঘটনায় দায়েরকৃত খিলগাঁও থানার একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। জনির বাবা ইয়াকুব আলী গত ২ সেপ্টেম্বর মামলাটি দায়ের করেন।

আছাদুজ্জামান মিয়া ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তাকে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ দেয় সরকার। ২০২২ সালের সেপ্টেম্বরে তার চুক্তির মেয়াদ শেষ হয়।

/এএম

Exit mobile version