Site icon Jamuna Television

আরও ৪ দিনের রিমান্ডে পুলিশ কর্মকর্তা কাফী

সাভার থানার একটি হত্যা মামলায় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সুপার নিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) আব্দুল্লাহিল কাফীকে আরও চারদিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন।

এর আগে, সকালে সাভারের হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে তার ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতে রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেন আইনজীবী আনোয়ারুল ইসলাম।

গত ৪ সেপ্টেম্বর হাজারীবাগ থানার একটি অপহরণ মামলায় তাকে আট দিনের রিমান্ডে পাঠায় আদালত। এর আগে, ২ সেপ্টেম্বর বিমানবন্দর থেকে গোয়ান্দা পুলিশ তাকে আটক করে। পরদিন ৩ সেপ্টেম্বর তাকে সাময়িক বরখাস্ত করা হয়। তার বরখাস্তের আদেশটি কয়েকদিন পর গনমাধ্যমে পাঠানো হয়।

/আরএইচ

Exit mobile version