Site icon Jamuna Television

মারা গেলেন পেরুর সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমোরি

পেরুর সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমোরি (৮৬) মারা গেছেন। দীর্ঘদিন ধরেই ক্যানসারে আক্রান্ত ছিলেন ফুজিমোরি। গতকাল বুধবার (১১ সেপ্টেম্বর) দেশটির রাজধানী লিমায় নিজের বাসায় তিনি মারা যান বলে তার পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়।

আলবার্তোর মৃত্যুর খবর জানিয়ে তার মেয়ে কেইকো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, আমাদের বাবা আলবার্তো ফুজিমোরি এই মাত্র মারা গেছেন।

তার মৃত্যুর কয়েক ঘণ্টা আগে ফুয়েরজা পপুলার পার্টির মুখপাত্র মিগুয়েল টরেস জানিয়েছিলেন, সাবেক প্রেসিডেন্টের অবস্থা ‘নাজুক’। তিনি ‘কঠিন সময়’ পার করছেন।

নিজ দেশে মানবতাবিরোধী অপরাধের দায়ে ব্যাপক সমালোচিত ও দণ্ডিত হয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট ফুজিমোরি। এ জন্য ১৬ বছর জেল খাটতে হয়েছিল তাকে।

১৯৯০ থেকে ২০০০ সাল পর্যন্ত পেরুর ক্ষমতায় ছিলেন ফুজিমোরি। পরবর্তী সময়ে মানবতাবিরোধী অপরাধে ২৫ বছরের কারাদণ্ড হয় সাবেক এই প্রেসিডেন্টের। টানা ১৬ বছর কারাগারে কাটানোর পর গত ডিসেম্বরে মানবিক বিবেচনায় তাকে মুক্তি দেয়া হয়।

সাবেক প্রেসিডেন্টের মৃত্যুতে শোক জানিয়েছেন পেরুর প্রধানমন্ত্রী গুস্তাভো আদ্রিয়ানজেন। তিনি বলেন, আমরা আলবার্তো ফুজিমোরির সন্তান ও পরিবারের সদস্যদের এটা জানাতে চাই যে তার মৃত্যুতে আমরা শোকাহত।

/এমএইচ

Exit mobile version