Site icon Jamuna Television

শ্রম সংক্রান্ত অভিযোগ ১৬৩৫৭ নাম্বারে জানানোর আহ্বান

শ্রমিক অসন্তোষ এবং শ্রম সংক্রান্ত অভিযোগ ১৬৩৫৭ নাম্বারে জানাতে আহ্বান জানিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। টোল ফ্রি এই নম্বরটিতে কল করে শ্রমিকরা তাদের অভিযোগ জানাতে পারবেন। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায় মন্ত্রণালয়।

এতে বলা হয়, শ্রমিক অসন্তোষসহ শ্রম সংক্রান্ত যাবতীয় অভিযোগ জানাতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের হেল্পলাইন ১৬৩৫৭ (টোল ফ্রি) নম্বরে ডায়াল করুন।

এদিকে, অস্থিতিশীল পরিস্থিতির কারণে আশুলিয়া শিল্পাঞ্চল এলাকার ৮৬টি কারখানা অনিদিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ১৩৩টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে শিল্পাঞ্চল পুলিশ।

তবে, ডিইপিজেড’সহ আশপাশের অনেক কারখানায় উৎপাদন চালু রয়েছে। বৃহস্পতিবার সকালে খোলা কারখানাগুলোতে শ্রমিকদের নির্বিঘ্নে প্রবেশ করতে দেখা গেছে।

অপরদিকে, বন্ধ কারখানাগুলোর সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি রয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া যায়নি। সড়ক ও মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর টহলও বাড়ানো হয়েছে।

এছাড়া, গাজীপুরের বেশিরভাগ কারখানার উৎপাদন চালু রয়েছে। বৃহস্পতিবার সকালে শ্রমিকদের কারখানাগুলোতে প্রবেশ করতে দেখা গেছে।

/আরএইচ

Exit mobile version