Site icon Jamuna Television

রোববার থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার

মনোনয়ন প্রত্যাশীদের রবিবার থেকে সাক্ষাৎকার নেবে বিএনপি। প্রথম দফায় রাজশাহী ও রংপুর বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়া হবে। রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পঞ্চম ও শেষ দিনের মত বিএনপির মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেয়ার কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সিনিয়র যুগ্ন মহাসচিব রিজভী আহমদ এ কথা বলেন।

তিনি বলেন, ক্ষমতাসীনরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলেও ইসি কোনো ব্যবস্থা নিচ্ছে না। যত ব্যবস্থা তা শুধু বিএনপি নেতাকর্মীদের জন্যই।

ইতিমধ্যে চার হাজার ৬১২ জন মনোনয়ন প্রত্যাশী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আজ অধিকাংশই এসেছেন মনোনয়ন ফরম জমা দেয়ার জন্য। মনোনয়ন ফরম সংগ্রহ ও জামাদান কার্যক্রম ঘিরে কার্যালয়ের ভেতরে বাহিরে উৎসবমুখর পরিবেশ। শত শত নেতাকর্মী অবস্থান করছেন সেখানে। সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনী।

Exit mobile version