Site icon Jamuna Television

সহযোগিতা পেলে অন্তর্বর্তী সরকারের ব্যর্থ হওয়ার সুযোগ কম: মান্না

সকলের সহযোগিতা পেলে অন্তর্বর্তী সরকারের ব্যর্থ হওয়ার সুযোগ কম বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে ‘অভ্যুত্থান পরবর্তী আজকের বাংলাদেশ’ বিষয়ে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মান্না বলেন, নির্বাচন পর্যন্ত সংস্কারের বিষয়গুলো নির্ধারণ করতে হবে। সংবিধানের যে ধারাগুলো একটি সরকারকে স্বৈরাচার হওয়ার সুযোগ দেয়, সেগুলো বাতিল করতে হবে। গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে যতটুকু সময় দেয়া দরকার, তা দিতে হবে বলেও মন্তব্য করেন নাগরিক ঐক্যের সভাপতি।

/এমএইচ

Exit mobile version