Site icon Jamuna Television

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো বার্জার পেইন্টস

মর্যাদাপূর্ণ এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৪-এ পুরস্কৃত হলো বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড। এর মধ্যে পেইন্টস খাতে দক্ষ নারী কর্মী গড়ে তুলতে বার্জারের নারী প্রশিক্ষণ পরিষেবা ‘রঙ্গনা’-এর জন্য ‘সাসটেইনেবল পার্টনারশিপস অ্যান্ড ইনস্টিটিউশন্স’ ক্যাটাগরিতে পুরষ্কার জিতেছে তারা। একইসাথে ‘ইকুইটি, ডাইভারসিটি অ্যান্ড ইনক্লুশন’ ক্যাটাগরিতে ‘অনারেবল মেনশন’ পুরস্কার পেয়েছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বার্জার পেইন্টসের ‘রঙ্গনা’ শুধু জেন্ডার স্টেরিওটাইপগুলোকেই ভাঙছে না, নারী পেইন্টারদের জীবনমানও বৃদ্ধি করছে। পেইন্টস খাতে নারীর ক্ষমতায়ন এবং জেন্ডারভিত্তিক সমতা নিশ্চিত করতে ভূমিকা রাখছে এটি। নারী পেইন্টারদের পেশাগত ট্রেনিং প্রদান করে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি আর্থিক স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে পরিষেবাটি। অপরদিকে, এটি টেকসই উন্নয়ন খাতকে সরাসরি প্রতিনিধিত্ব করছে।

বার্জার পেইন্টসের এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী বলেন, আমাদের সবচেয়ে বড় স্বীকৃতি হলো, যে নারী পেইন্টারদের নিয়ে আমরা কাজ করছি সে নারীদের জীবনে পরিষেবাটির প্রভাব দেখতে পাওয়া। আমাদের ট্রেনিংপ্রাপ্ত নারী পেইন্টাররা এখন নিজেদের জন্য এবং নিজের পরিবারের সদস্যদের জন্যও উন্নত শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং আরও উন্নত জীবনযাত্রার পরিবেশ নিশ্চিত করতে সক্ষম। তিনি এই কার্যক্রমকে ঢাকার পাশাপাশি সারাদেশে ছড়িয়ে দেয়ার আশাপ্রকাশ করেন। প্রতিষ্ঠানটির চিফ মার্কেটিং অফিসার শামীম উজ জামানও এসময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, টেকসই উন্নয়ন নিশ্চিতে কাজ করে যাচ্ছে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে অবদান রাখছে এমন ব্র্যান্ডগুলোকে স্বীকৃতি দেয়ার লক্ষ্যেই টানা দ্বিতীয়বারের মতো আয়োজিত হলো এটি। বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের উদ্যোগে এর আয়োজনের নেপথ্যে ছিলো সাসটেইনেবল ব্র্যান্ড ইনিশিয়েটিভ ও বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম।

/এমএইচআর

Exit mobile version