Site icon Jamuna Television

কক্সবাজারে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর মোবাইল ফোন চুরি

কক্সবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুলাহর মোবাইল ফোন চুরি হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে শহরের কলাতলীর কক্স হিলটন নামে একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে ফোনটি চুরি হয়। হাসনাত আবদুল্লাহ সেখানে বিশ্রাম নিচ্ছিলেন।

জেলা পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ জানান, দুপুরে দিকে হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন তার ফোনটি চুরি হয়েছে। ফোনটি উদ্ধারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

উল্লেখ্য, কক্সবাজারের পেকুয়া ও চকরিয়া উপজেলায় আন্দোলনের নিহতদের পরিবারের সাথে দেখা করতে সেখানে যান কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সেখান থেকে বৃহস্পতিবার ছাত্র-জনতার আলোচনা সভায় যোগ দিতে কক্সবাজার শহরে আসেন তিনি।

/এমএইচআর

Exit mobile version