Site icon Jamuna Television

যাত্রাবাড়ীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশু নিহত

রাজধানীর যাত্রাবাড়ি ধলপুরে একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক শিশু নিহত হয়েছেন। বিস্ফোরণে একই পরিবারের চারজনসহ ৬জন দগ্ধ, এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

সকাল আটটার দিকে দোতলা টিনশেড বাড়ির উপরতলায় গ্যাসের সিলিন্ডার ব্যবহার করে চুলা জ্বালাতে গেলে হঠাৎ বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই এক শিশু নিহত হয়। এছাড়া আহত হয় একই পরিবারের চারজন। দু’জনের শরীরে প্রায় ৭০ ভাগ পুড়ে যাওয়ায় আশঙ্কাজনক তাদের অবস্থা। পাশের পরিবারের আহত হয় আরও দুজন। তাদের মধ্যে সুমন নামে একজন ঢাকা দক্ষিণ সিটি করপরোরেশনের কর্মচারী। সবাইকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে।

Exit mobile version