Site icon Jamuna Television

অনলাইনে টিকিট কাটা যাবে খাগড়াছড়ির আলুটিলা পর্যটন কেন্দ্রের

ছবি- পুরনো

খাগড়াছড়ির আলুটিলা পর্যটন কেন্দ্রে অনলাইন টিকিট বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে এ কার্যক্রমের উদ্বোধন করে জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।

এ সময় জেলা প্রশাসক বলেন, দেশি-বিদেশি পর্যটকদের কথা বিবেচনা করেই ই-টিকেটিং সিস্টেম চালু করা হয়েছে। এর মাধ্যমে খুব সহজেই ঘরে বসে টিকেট কিনতে পারবেন ভ্রমনপিপাসুরা।

বলেন, প্রশাসনসহ অন্যান্য দফতরের সাথে সমন্বয় করে কীভাবে পর্যটনশিল্প আরও বিকশিত করা যায় সে বিষয়ে কাজ চলছে। পরে আলুটিলা পর্যটন কেন্দ্রের অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন কর্মকাণ্ড পরিদর্শন করেন জেলা প্রশাসক।

/এনকে

Exit mobile version