Site icon Jamuna Television

নটর ডেম কলেজের অফিস সহকারীর রক্তাক্ত লাশ উদ্ধার

রাজধানীর পুরান ঢাকার ধোলাইখালের ঋষিকেশ দাস লেনের একটি বাসা থেকে লিপিকা জুলিয়ানা গোমেজ (৫৫) নামে এক নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি নটর ডেম কলেজের অফিস সহকারী ছিলেন বলে জানা গেছে।

বুধবার (১২ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ লাশটি উদ্ধার করে। পুলিশ বলছে, আজ বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন আসে। ফোন পেয়ে সূত্রাপুর থানার পুলিশ বাড়িটিতে যায়। ফ্ল্যাটের একটি কক্ষের খাটের ওপর লিপিকার রক্তাক্ত লাশ পাওয়া যায়। তার মাথার বাঁ পাশে ধারালো অস্ত্রের আঘাত দেখা যায়। হত্যাকারী তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে গেছে বলে ধারণা তাদের।

জানা গেছে, ঋষিকেশ দাস লেনের একটি পাঁচতলা বাড়ির চতুর্থ তলার একটি ফ্ল্যাটে একা থাকতেন লিপিকা। ২০ বছর আগে মাহবুবুল আলম নামের এক ব্যক্তির সঙ্গে তার বিয়ে হয়। পরে তাদের বিচ্ছেদ হয়। লিপিকার কোনো সন্তান নেই। ঢাকার দোহারে লিপিকার বাড়ি। সেখানে তার বৃদ্ধা মা থাকেন। তার একমাত্র ভাই বিদেশে থাকেন।

/এমএন

Exit mobile version