Site icon Jamuna Television

নতুন করে সংবিধান প্রণয়নের দাবি সোসাইটি ফর ডেমোক্রেটিক রাইটসের

অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নতুন করে সংবিধান প্রণয়নসহ তিন দফা দাবি জানিয়েছে সোসাইটি ফর ডেমোক্রেটিক রাইটস। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

অনুষ্ঠানের মূল আলোচক ব্যারিস্টার নাজির আহমদ বলেন, ৫০ বা ৬০ জন বিশেষজ্ঞ নিয়ে সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা দরকার।নতুন সংবিধান সুষ্ঠু ও অংশগ্রহণমূলক গণভোটের মাধ্যমে গৃহীত হবে বলেও জানানো হয়।

তিনি জানান, সংবিধান নিয়ে শাহদীন মালিককে প্রধান করে কমিশন গঠনকে ইতিবাচক ভাবেই দেখছে সোসাইটি ফর ডেমোক্রেটিক রাইটস।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মাঈনুল আহসান খান বলেন, রাষ্ট্রপতি পদত্যাগ না করলে অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন থাকবে। দেশের বিচারবিভাগ ও সংবিধানের এই অবস্থার জন্য সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে দায়ী করেন তিনি। বলেন, তাকে বিচারের আওতায় আনা জরুরি।

/এনকে

Exit mobile version