Site icon Jamuna Television

খাশোগি হত্যাকাণ্ডে জড়িত ১৭ সৌদি নাগরিকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে জড়িত ১৭ সৌদি নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করে এই তথ্য।

মুখপাত্র হিদার নোয়ের্ট জানান, তালিকায় রয়েছেন যুবরাজ সালমানের শীর্ষ উপদেষ্টা সৌদ আল কাহতানি এবং সৌদি কনস্যুল জেনারেল মোহাম্মদ আলো-তাইবি। এছাড়া, সাংবাদিক’কে হত্যার পর মরদেহ নিশ্চিহ্নের সাথে জড়িত- এমন ১৫ অভিযুক্তকে আনা হয়েছে নিষেধাজ্ঞার আওতায়। এরফলে, সম্পদ বাজেয়াপ্তের পাশাপাশি যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়াতে পারবে না তারা। তবে হত্যাকাণ্ডের পরপরই বরখাস্ত ৪ সৌদি কর্মকর্তার ব্যাপারে কোন সিদ্ধান্ত নেয়নি, ওয়াশিংটন। এমনকি, তবে হত্যার মূল নির্দেশক হিসেবে অভিযুক্ত যুবরাজ সালমানের ব্যাপারে নিশ্চুপ ট্রাম্প প্রশাসন। ২ অক্টোবর, ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে নিমর্মভাবে হত্যা করা হয় সাংবাদিক জামাল খাশোগিকে।

Exit mobile version