Site icon Jamuna Television

কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের ৭ জনসহ ১২ সেনা নিহত

Kitsahang,DR Congo:Nepalese soldiers of Company Operating Base (COB) Kitshanga on a foot patrol in their area of domination.

কঙ্গোয় বিদ্রোহী দমনাভিযানের সময় জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের ৭ সদস্য এবং দেশটির নিরাপত্তা বাহিনীর ১২ সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবার খবরটি নিশ্চিত করেছে জাতিসংঘ।

মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিচ জানান, নিহত শান্তিরক্ষীদের ছ’জনই মালাউয়ি’র। বাকি একজন তানজানিয়ার নাগরিক। কঙ্গো সরকারের সহায়তায় পূর্ণ সামরিক মর্যাদায় তাদের মরদেহ নিজ দেশ ও পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ইবোলা মহামারী ছড়িয়ে পড়া, দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকায় বিদ্রোহীদের দমনে যৌথ অভিযান চলছে। যাতে আরও ১০ শান্তিরক্ষী গুরুতর আহত হয়েছেন। গেলো বছর ডিসেম্বরে, একই এলাকায় বিদ্রোহীদের হামলায় প্রাণ যায় শান্তিরক্ষী মিশনের ১৫ সদস্যের; আহত হয় ৪৩ জন।

Exit mobile version