Site icon Jamuna Television

কমলার সঙ্গে আর বিতর্ক নয়: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে কমলা হ্যারিসের সঙ্গে আর কোনো টেলিভিশন বিতর্কে অংশ নেবেন না বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন রিপাবলিকান দলের এই প্রার্থী। খবর রয়টার্সের।

নিজের মালিকানাধীন সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘তৃতীয় কোনো বিতর্ক অনুষ্ঠিত হবে না।’ প্রথম বিতর্ক বলতে তিনি বুঝিয়েছেন, গত জুন মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তার বিতর্ককে। ডেমোক্রেটিক দলের প্রার্থিতা ছেড়ে দেয়ার পর বাইডেনের স্থলাভিষিক্ত হন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। গত মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) তার সঙ্গে ট্রাম্পের দ্বিতীয় বিতর্ক অনুষ্ঠিত হয়।

ওই বিতর্ক মার্কিন টেলিভিশন চ্যানেল এবিসি নিউজে দেখেছেন ৬ কোটি ৭০ লাখ মানুষ। বিতর্কের পরপরই কমলার প্রচারদল জানায়, আগামী অক্টোবরে ট্রাম্পের সঙ্গে আবার বিতর্কের মঞ্চে মুখোমুখি হতে চান কমলা। ট্রাম্পও বলেছিলেন, বিতর্কের জন্য প্রস্তুত তিনি। কিন্তু এবার সুর পাল্টালেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট।

উল্লেখ্য, সিএনএনের একটি জরিপ অনুযায়ী, বিতর্কে ট্রাম্পের তুলনায় বেশ ভালো করেছেন কমলা। জরিপে তার পয়েন্ট ৬৩। অন্যদিকে ট্রাম্পের ৩৭। আর ইউগভের জরিপ বলছে, বিতর্কে কমলা ও ট্রাম্পের পয়েন্ট যথাক্রমে ৪৩ ও ৩২।

/এএম

Exit mobile version