Site icon Jamuna Television

রশিদকে ফিরিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজে দল ঘোষণা করলো আফগানিস্তান

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। দলে ফিরেছেন তারকা খেলোয়াড় রশিদ খান।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) তিন ম্যাচের সিরিজটির জন্য ১৭ জনের স্কোয়াড দিয়েছে আফগানিস্তান। অভিষেকের অপেক্ষায় থাকা বিলাল সামি, দারভিশ রাসুলি ও আব্দুল মালিককে দলে রেখেছে তারা।

ইনজুরির কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজ মিস করা রশিদ খান প্রথমবারের মতো দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে ফিরেছেন। বাম গোঁড়ালির চোটের কারণে শারজাহতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অনুষ্ঠিতব্য আসন্ন সিরিজে দল থেকে ছিটকে গেছেন ওপেনার ইব্রাহিম জাদরান। পেশীর চোটের কারণে বাদ পড়েছেন স্পিনার মুজিব উর রহমান।

প্রোটিয়াদের বিপক্ষে আফগানিস্তানের নির্বাচক প্যানেল ঘরোয়া পারফরমেন্সকেই বেশী গুরুত্ব দিয়েছেন। টপ অর্ডার ব্যাটার আব্দুল মালিক ও সাতটি টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলা ডারউইশ রাসুলি প্রথমবার ডাক পেয়েছেন।

প্রথমবারের মতো দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা। এই সংস্করণে কেবল দুইবার দেখা হয়েছে তাদের, ২০১৯ ও ২০২৩ বিশ্বকাপে। দুই দলের ওয়ানডে সিরিজটি শুরু আগামী বুধবার। পরের দুই ম্যাচ ২০ ও ২২ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচই হবে শারজাহতে।

আফগানিস্তান ওয়ানডে দল: হাশমাতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমাত শাহ, রহমানউল্লাহ গুরবাজ, ইকরাম আলিখিল, আব্দুল মালিক, রিয়াজ হাসান, দারভিশ রাসুলি, আজমাতউল্লাহ ওমারজাই, মোহাম্মদ নাবি, গুলবাদিন নাইব, রশিদ খান, নানগেয়ালিয়া খারোটে, আল্লাহ্ মোহাম্মদ ঘাজানফার, ফাজাল হাক ফারুকি, বিলাল সামি, নাভিদ জাদরান, ফারিদ আহমেদ মালিক।

/আরআইএম

Exit mobile version