Site icon Jamuna Television

দাবানলে পুড়ছে বলিভিয়া, কৃত্রিম বৃষ্টিপাতের সিদ্ধান্ত

এখনও দাবানলে পুড়ছে লাতিন আমেরিকার দেশ বলিভিয়ার বিস্তীর্ণ এলাকা। আগুন নিয়ন্ত্রণে কৃত্রিম বৃষ্টিপাতের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

গত কয়েকদিন ধরেই চলমান এই দাবানলে পুড়ে ছাই লাখ লাখ হেক্টর বনভূমি। আগুন ছড়িয়েছে জনবসতিতেও। নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস। তাই নেয়া হয়েছে কৃত্রিম বৃষ্টিপাতের সিদ্ধান্ত।

বিমান বাহিনীর সহায়তায় বাতাসে ছড়িয়ে দেওয়া হবে সিলভার আয়োডাইড নামক রাসায়নিক। ফলে মেঘ পুঞ্জিভূত হয়ে ঝরে পড়বে বৃষ্টি আকারে। কর্তৃপক্ষ জানায়– বিমানবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিসের সম্মিলিত চেষ্টার পরও আগুন নিয়ন্ত্রণে না আসায় নেয়া হয়েছে এই পদক্ষেপ।

/এএম

Exit mobile version