Site icon Jamuna Television

আজ আবারও মাহিন্দা রাজাপাকসে সরকারের বিরুদ্ধে আস্থা ভোট

শ্রীলঙ্কান পার্লামেন্টে দু’দিনের হট্টগোলের পর, আজ আবারও মাহিন্দা রাজাপাকসে সরকারের বিরুদ্ধে হবে আস্থা ভোট। স্থানীয় সময়, বিকাল নাগাদ বসবে অধিবেশন।

বৃহস্পতিবার চলমান সংকট সমাধানে পার্লামেন্ট স্পিকার কারু জয়সুরিয়া এবং প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা’র মধ্যে জরুরি বৈঠক হয়। এসময় রাজাপাকসে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার ব্যপারে কোন বিরোধীতা করবেন না- এই মর্মে স্পিকারকে আশ্বস্ত করেন সিরিসেনা।

বৈঠক শেষে সরকারি মুখপাত্র জানান, পার্লামেন্ট না ভাঙ্গার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট। একইসাথে সংবিধান অনুসারে অনাস্থা ভোট অনুষ্ঠিত হবে বলেও নিশ্চিত করা হয়। প্রধানমন্ত্রীর পদ নিয়ে বৃহস্পতিবার লঙ্কাকাণ্ড শুরু হয় পার্লামেন্টে। সহিংস পরিস্থিতির মধ্যে অধিবেশন ত্যাগ করেন স্পিকার এবং প্রধানমন্ত্রী পদের দুই প্রার্থী মাহিন্দা রাজাপাকসে ও রনিল বিক্রমাসিংহে।

Exit mobile version