Site icon Jamuna Television

সাতক্ষীরায় দেড় কোটি টাকা মূল্যের স্বর্ণসহ চোরাকারবারী আটক

সাতক্ষীরা করেসপনডেন্ট:

সাতক্ষীরার ভোমরা লক্ষীদাঁড়ি সীমান্তে দেড় কেজি ওজনের ১১ পিস স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক জাকির হোসেন (৩১) ভোমরা ইউনিয়নের লক্ষীদাড়ি গ্রামের আরিজুল মোল্লার ছেলে।

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক আশরাফুল হক জানান, আটক যুবকের কোমরে গামছা দিয়ে পেঁচানো অবস্থায় ১১ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন এক কেজি ৪৮৩ গ্রাম ৮৯ মিলিগ্রাম। বাজারমূল্য এক কোটি ৬০ লাখ ৭০ হাজার ৫২৮ টাকা।

তিনি আরও বলেন, স্বর্ণেরবার শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচার হচ্ছিল। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের ও স্বর্ণের বারগুলো ট্রেজারী অফিসে জমা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

/এমএইচ

Exit mobile version