Site icon Jamuna Television

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে শাস্তির দাবি ফারুকের

গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এসে শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়া ও তারেক রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই দাবি জানান।

জয়নুল আবদিন ফারুক বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোসররা এখনও পালিয়ে থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের গ্রেফতার করতে হবে বলে তিনি দাবি করেন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর চেষ্টায় নিয়োজিত ছিল। এই কাজ করতে গিয়ে সে চুরি করেছে, মানুষ খুন করেছে। দেশের গণতন্ত্র হত্যা করেছে।

এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও খালেদা জিয়ার নামে থাকা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান জয়নুল আবদিন।

/এএম

Exit mobile version