Site icon Jamuna Television

কক্সবাজারে ২৪ ঘণ্টায় ৪০১ মিলিমিটার রেকর্ড বৃষ্টিপাত

সারাদেশ ডেস্ক:

২৪ ঘণ্টায় কক্সবাজারে মোট ৪০১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত বৃষ্টিপাতের এই পরিমাণ রেকর্ড করা হয়।

চলতি মৌসুমে এটি একদিনে সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড। মৌসুমি বায়ুর প্রভাবে এমন বৃষ্টিপাত। কক্সবাজার আবহাওয়া অফিস বিষয়টি নিশ্চিত করেছেন। গত বুধবার থেকে এই সমুদ্র নগরীতে বৃষ্টি হচ্ছে। আরও দুইদিন বৃষ্টি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে, অতিবৃষ্টিতে পাহাড় ধসে কক্সবাজারে পৃথক ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন বাংলাদেশি, বাকি তিনজন রোহিঙ্গা। পাহাড়ের পাদদেশে থাকা ব্যক্তিদের সরিয়ে নেয়ার কাজ চলছে বলে জানিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন।

এছাড়া, জেলার শতাধিক জনপদ পানিতে নিমজ্জিত হয়েছে। সেই সঙ্গে পাহাড়ি ঢল ও পানি প্রবেশ করে বেশ কিছু গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

/এমএন

Exit mobile version