Site icon Jamuna Television

চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে জলবদ্ধতা, ভোগান্তি

চট্টগ্রামে কয়েক ঘণ্টার ভারী বৃষ্টিপাতে নগরীর নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে গুড়ি গুড়ি বৃষ্টি হলেও দুপুর ১২টা থেকে শুরু হয় ভারী বৃষ্টিপাত।

এতে নগরীর আগ্রাবাদ, কাতালগঞ্জ, চকবাজার, মুরাদপুর এলাকায় জলজট তৈরি হয়। ফলে এসব এলাকায় বাড়ে জনদুর্ভোগ।

এদিকে, রাতে ভারী বৃষ্টিপাত আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। যা আগামীকাল সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকবে।

ভারি বৃষ্টির কারণে পাহাড় ধসের আশংকা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি কক্সবাজার থেকে চট্টগ্রাম অভিমুখে অগ্রসর হওয়ায় চট্টগ্রাম সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

/এমএইচ

Exit mobile version