Site icon Jamuna Television

পাকিস্তানকে হোয়াইটওয়াশ: বড় অঙ্কের বোনাস পাচ্ছে শান্ত-মুশফিকরা

টেস্ট সিরিজে নিজেদের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে ধবলধোলাই করে ইতিহাস গড়েছেন নাজমুল হোসেন শান্তরা। এর পুরস্কার হিসেবে বোনাস পাচ্ছেন ক্রিকেটাররা। শনিবার (১৪ সেপ্টেম্বর) ক্রিকেটারদের হাতে বোনাসের সেই অর্থ তুলে দেবেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এতে ৩ কোটি ২০ লাখ টাকা বোনাস পাচ্ছে জাতীয় ক্রিকেট দল।

প্রতিটি সিরিজি জয়ের ফলের ওপর জাতীয় দলকে বোনাস দেয় বিসিবি। এক টেস্ট, এক ওয়ানডে ও এক টি-টোয়েন্টি জয়ের জন্য এক রকম অর্থ বোনাস দেয়া হয়। তবে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জয় এবং ধবলধোলাইয়ের জন্য দেয়া হয় বড় অঙ্কের বোনাস। বোনাসের পরিমাণ নির্ভর করে জয়ের ওপর।

উল্লেখ্য, পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজে যথাক্রমে ১০ ও ৬ উইকেটে জয় পায় বাংলাদেশ। টেস্ট পরিসংখ্যানে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ ও সিরিজ জিতলো টাইগাররা।

/এমএইচআর

Exit mobile version