Site icon Jamuna Television

মোস্তাফিজকে ছেড়ে দিল মুম্বাই

মোস্তাফিজকে ছেড়ে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। গতকাল আগামী মাসে অনুষ্ঠিত আইপিএলের নতুন নিলামে মুম্বাই ধরে রাখা খেলোয়াড়দের যে তালিকা প্রকাশ করেছে তাতে মোস্তাফিজের নাম দেখা যায় নি। এতে করে স্পষ্ট হয়ে গেলে মুম্বাই ইন্ডিয়ানসে খেলছেন না কাটার মাস্টার মোস্তাফিজ।

২০১৬ সালে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ১৭ উইকেট নিয়ে আলোচনায় আসে মোস্তাফিজ। এরপর গত মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদ থেকে প্রায় ২.২ কোটি রুপিতে এই বাঁ হাতি পেসারকে নিয়েছিল মুম্বাইয়ের ফ্র্যাঞ্চাইজিটি। ৭ ম্যাচ খেলে ৭ উইকেট—পারফরম্যান্স ছিল গড়পড়তা। এরপরই গুঞ্জন ছিলো এ মৌসুমে মোস্তাফিজকে রাখছেন না মুম্বাই।

তবে মুম্বাই মোস্তাফিজকে পারফরম্যান্সের কারণে ছেড়ে দিয়েছে কিনা, সেটি অবশ্য জানা যায়নি। দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুইন্টন ডি কককে পেতেই নাকি মোস্তাফিজকে ছেড়ে দিয়েছে এরকম জানা গেছে।

Exit mobile version