Site icon Jamuna Television

বৈরী আবহাওয়ায় মেঘনায় ৪ ট্রলারডুবি, নিখোঁজ অন্তত ২৫

নোয়াখালী করেসপনডেন্ট:

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে চারটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। ডুবে যাওয়া ট্রলারগুলো হলো, জানু মাঝি, দেলোয়ার মাঝি,হেলাল মাঝি ও বাবর মাঝির। এ ঘটনায় ২৫-৩০ জন জেলে নিখোঁজ রয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।  

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বুড়িরচর ইউনিয়নের বুড়ির দোনা ঘাট এলাকার মেঘনা নদীতে এই ট্রলারডুবির ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নিখোঁজ জেলেদের নাম ঠিকানা পাওয়া যায়নি।  

স্থানীয় বাসিন্দা ফিরোজ আলম জানান, সাগর উত্তাল থাকায় বিকেল ৪টার দিকে মাছ ধরার ট্রলার গুলো ঘাটে ফিরতে শুরু করে। যাত্রা পথে ট্রলার গুলো মেঘনা নদীর বুডির দোনা এলাকায় পৌঁছলে বৈরি আবহাওয়ায় কবলে পড়ে চারটি মাছ ট্রলার ডুবে যায়। পরে পাশে থাকা মাছ ধরার অন্য ট্রলার গুলো কিছু জেলেকে উদ্ধার করে। তবে জেলেদের মাছ ধরার জাল ট্রলারসহ নদীতে তলিয়ে যায়। এ ছাড়া মেঘনা নদীতে আরো কয়েকটি ট্রলার রয়েছে। এসবের এখনও কোনো খবর পাওয়া যায়নি।

হাতিয়া থানার ওসি জিসান আহমেদ বলেন, মাছ ধরার ট্রলারডুবির বিষয়টি শুনেছি। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি বলেও জানান তিনি।

/এএস

Exit mobile version