Site icon Jamuna Television

নির্বাচনে সাম্প্রদায়িক শক্তিকে বর্জনের আহ্বান বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাম্প্রদায়িক শক্তিকে বর্জনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সকালে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানায় সংগঠনটি।

তারা নির্বাচনকালীন সময়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সংখ্যালঘুদের নিরাপত্তা বিধান নিয়ে শংকা প্রকাশ করেন। নির্বাচনে ধর্মের ব্যবহার, মসজিদ-মন্দির-প্যাগোডা-গির্জাসহ সকল ধর্মীয় উপসানলয়কে নির্বাচনী কর্মকান্ডের বাইরে লাখার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। পাশাপাশি কোন প্রার্থী বা তার পক্ষে কেউ সাম্প্রদায়ীক উস্কানি দিলে তার বিরুদ্ধে নির্বাচন কমিশনকে আইনানুগ ব্যবস্থা নিতেও বলেন তারা।

Exit mobile version