Site icon Jamuna Television

উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল আসছে আজ

তিন দিনের সফরে আজ ঢাকা আসছে উচ্চ পর্যায়ের একটি মার্কিন প্রতিনিধি দল। গত মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্রের দফতর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

অন্তর্বর্তী সরকার গঠনের পর আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) প্রথম কোনো মার্কিন প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসছে।

প্রতিনিধি দলটির সঙ্গে থাকবেন মার্কিন পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। এছাড়া, উচ্চ পর্যায়ের এ দলে ইউএসএআইডি-এর এশিয়া বিষয়ক উপ-সহকারী প্রশাসক অঞ্জলি কৌরও রয়েছেন। অবশ্য ডোনাল্ড লু দিল্লি সফর শেষ করে ঢাকায় আসবেন।

ঢাকা সফরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবে প্রতিনিধি দলটি। ছাত্র-জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদারসহ গুরুত্ব পাবে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা। তাছাড়া, বাংলাদেশের বর্তমান সংকট উত্তরণের চাহিদাগুলোও জানতে চাইবে ওয়াশিংটন।

/এমএইচ

Exit mobile version