Site icon Jamuna Television

ভরা মৌসুমেও চট্টগ্রামে ইলিশের আকাল

ভরা মৌসুমেও চট্টগ্রামে ইলিশের আকাল। সাগরে নেমে হতাশ জেলেরা। কিছু ছোট ইলিশ ধরা পড়লেও, নেই বড় ইলিশের দেখা। যার প্রভাব পড়ছে পাইকারি ও খুচরা বাজারে। দাম বেশ চড়া। দুই কারণে এ সংকট- বলছেন জেলে ও আড়তদাররা।

অন্যান্য সময় ভরা মৌসুমে ট্রাকে ট্রাকে ইলিশ ঢুকলেও, এ বছর ফিশারি ঘাটের চিত্র কিছুটা ভিন্ন। পর্যাপ্ত মাছ না আসায় আড়তগুলোর সামনে নেই বিক্রির পুরনো সেই হাকডাক। সামান্য পরিমাণ মাছ আসলেও তা আকারে ছোট। দামও পাইকারিতে গত বছরের তুলনায় কেজিতে ১০০-১৫০ টাকা বেশি।

বিক্রেতাদের দাবি, বৈরি আবহাওয়া এবং ভারতীয় ফিশিং বোটের দাপটে মাছ ধরা পড়ছে কম। ফলে মাছের সংকট, দামও চড়া।

ভারত ও মিয়ানমারের সাথে সমন্বয় না করে সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা দেয়ায় সুফল পাওয়া যাচ্ছে না বলে দাবি আড়তদার সমিতির নেতাদের।

/এটিএম

Exit mobile version