Site icon Jamuna Television

হাজার বছরেও শেখ হাসিনার মতো নির্মম কারও জন্ম হয়নি: মামুনুল হক

স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল:

হাজার বছরেও শেখ হাসিনার মতো নির্মম কারও জন্ম হয়নি বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের মহাসচিব মুফতি মামুনুল হক। তিনি বলেন, শান্ত স্বাভাবিক পরিবেশে এমনিভাবে ছাত্র জনতার বিরুদ্ধে হত্যাযঞ্জ পৃথিবীর ইতিহাসে বিরল। একবিংশ শতাব্দীতে এসে যা কল্পনা করা কঠিন।

শনিবার (১৪ সেপ্টেম্বর) টাঙ্গাইল জেলা খেলাফত মজলিসের আয়োজনে শহরের পৌর উদ্যানে সকাল ১০টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদ ও আহতদের স্মরণে দোয়া এবং নৈরাজ্য বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, শেখ হাসিনা ৫০ বছরের রাজনীতি ছিল প্রতিশোধের। ১৯৭৫ সালে তার বাবাকে কেনো হত্যা করা হয়েছিলো সে কথা তিনি ভুলে গেছেন। একাত্তরে হাজার হাজার মানুষ মারা গেছে তাদের প্রতি মায়া নাই মায়া শুধু শেখ পরিবারের জন্য।

সমাবেশে টাঙ্গাইল জেলা কওমী ওলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল আজিজের সভাপতিত্বে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের জেলার সভাপতি হাফেজ এনামুল হাসান,সাধারণ সম্পাদক মাওলানা কামরুল হাসান প্রমূখ।

/এটিএম

Exit mobile version