Site icon Jamuna Television

চোট কাটিয়ে দুই মাস পর মাঠে ফিরছেন মেসি

ইন্টার মায়ামির অনুশীলনে মেসি

গত ১৫ জুলাই কোপা আমেরিকার ফাইনালে চোট নিয়ে মাঠ ছাড়েন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। মাঠ ছাড়ার পর সেদিন ফোলা পা নিয়ে ডাগআউটে বসে কাঁদতেও দেখা যায় তাকে। সেই ঘটনার পর এখন পর্যন্ত মাঠে নামা হয়নি এলএম-টেনের।

তবে দুই মাস পর মেসিকে নিয়ে আশ্বস্ত হওয়ার মতো খবর দিয়েছেন ইন্টার মায়ামির কোচ টাটা মার্তিনো। তিনি জানিয়েছেন, অ্যাঙ্কেলের চোট থেকে সেরে উঠেছেন মেসি। আগামীকাল রোববার ভোরে মায়ামির হয়ে মাঠে নামতে পারেন মেসি। এর আগেও অবশ্য এই ম্যাচ দিয়ে মেসির কথা বলেছিলেন মায়ামি কোচ।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মার্তিনো বলেছেন, মেসি ভালো আছে। সে অনুশীলন করেছে। ম্যাচের পরিকল্পনায় সে আছে। শনিবার অনুশীলন শেষে আমরা ঠিক করবো, তাকে নিয়ে কোন কৌশলে এগুবো। তবে এই ম্যাচের জন্য সে প্রস্তুত।

মেজর লিগ সকারের (এমএলএস) ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট তালিকায় সবার ওপরে আছে মায়ামি। এরই মধ্যে প্লে–অফও নিশ্চিত করেছে তারা। ঘরের মাঠে আগামীকাল ভোরে ফিলাডেলফিয়াকে আতিথ্য দেবে মায়ামি। এই ম্যাচ দিয়ে মেসির ফেরা নিয়ে কোচ মার্তিনো বলেন, বিশ্বসেরা খেলোয়াড়কে দলে ফিরে পাওয়া দারুণ ব্যাপার। আর এই দল এমনিতেই দারুণ ছন্দে আছে।

/এনকে

Exit mobile version