Site icon Jamuna Television

পশ্চিমবঙ্গে ২ নারীকে ‘ডাইনি’ সন্দেহে পিটিয়ে ও কুপিয়ে ভাসিয়ে দেয়ার অভিযোগ

সুকান্ত চট্টোপাধ্যায়, কলকাতা প্রতিনিধি:

ভারতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর দুই নারীকে ‘ডাইনি’ সন্দেহে মধ্যযুগীয় কায়দায় প্রকাশ্যে হত্যার ঘটনা ঘটেছে। জানা গেছে, রাতে গোত্রের জানগুরুর নির্দেশে তাদের বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর হাত-পা বেঁধে পিটিয়ে এবং কুপিয়ে হত্যা করে গ্রাম সংলগ্ন সেচ নালার পানিতে ভাসিয়ে দেয়া হয়।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) গভীর রাতে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার ময়ূরেশ্বর থানার হরিসরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই নারীর নাম, লোদগি কিসকো ও ডলি সোরেন।

ঘটনার সময় পুরুষদের পাশাপাশি বেশ কয়েকজন নারীও উপস্থিত ছিলেন এই হত্যাকাণ্ডের সাহায্যের জন্য। বিষয়টি জানাজানি হতেই গ্রামে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় যুক্ত থাকার সন্দেহে ছয়জনকে গ্রেফতার করেছে বীরভূম জেলার পুলিশ।

পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। গ্রামে আতঙ্ক থাকায় পুলিশি টহলদারি জোরদার করা হয়েছে।

কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় যখন ছাত্র ও রাজনৈতিক আন্দোলনে উত্তাল গোটা পশ্চিমবঙ্গ। ঠিক সেই সময় কলকাতা থেকে প্রায় আড়াইশো কিলোমিটার দূরে পশ্চিমবঙ্গের মাটিতেই ঘটল এমন নারী হত্যার ঘটনা। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে পশ্চিমবঙ্গের নারী নিরাপত্তা নিয়ে।

/এটিএম

Exit mobile version