Site icon Jamuna Television

রিয়ালের সাথে চুক্তি নবায়ন করলেন লুনিন

সবশেষ মৌসুমে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলারের পাশাপাশি ইনজুরিতে পড়েছিলেন রিয়াল মাদ্রিদের নিয়মিত গোলরক্ষক থিবো কোর্তোয়া। অনেকেই তখন ধারণা করেছিলেন বাজে মৌসুম যাবে স্প্যানিশ জায়ান্টদের। তবে, গোলবারের নিচে কোর্তোয়ার অভাব বুঝতে দিলেন না আন্দ্রে লুনিন।

মাদ্রিদের হয়ে একের পর এক সেভ দিয়ে নায়ক বনে গিয়েছিলেন লুনিন। অপরদিকে ক্লাব যখন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতলো, সেখানে গুরুত্বপূর্ণ অবদানে সবার ওপরে উঠে আসে তার নাম। তাইতো এই গোলকিপারকে নিজেদের করে রেখে দিতে আগ্রহ দেখায় রিয়াল। ২০৩০ সালের জুন পর্যন্ত ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন তিনি। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ।

মাত্র ১৯ বছর বয়সে রিয়ালের হয়ে যাত্রা শুরু হয় লুনিনের। যদিও প্রথম দুই মৌসুম তাকে ধারে পাঠানো হয় লেগানেস ও রিয়াল ভাইয়াদলিদে। পরে ২০২০-২১ মৌসুমে ফেরেন ক্লাবের হয়ে। তখনও খুব বেশি সুযোগ পাননি। কিন্তু গত মৌসুমে সুযোগ পান, আর জানান দেন নিজের যোগ্যতার। দলকে জেতান চ্যাম্পিয়ন্স লিগ।

উল্লেখ্য, রিয়াল মাদ্রিদের জার্সিতে এখন পর্যন্ত ৪৮ ম্যাচের ১৬টিতে ক্লিনশিট রেখেছেন লুনিন। ইউরোপের সফলতম ক্লাবটির হয়ে জিতেছেন দুটি চ্যাম্পিয়ন্স লিগ ও দুইটি লা লিগাসহ মোট ১০টি শিরোপা। সামনে আরও ৬টি মৌসুমে রিয়ালের জন্য কতটা ভরসার পাত্র হয়ে উঠতে পারেন লুনিন, তা সময়ই বলে দেবে।

/এমএইচআর

Exit mobile version