Site icon Jamuna Television

হত্যা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন গ্রেফতার

রাজধানীর আদাবর থানায় দায়ের করা হত্যা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে তাকে রাজধানীর ইস্কাটন থেকে গ্রেফতার করে র‍্যাব।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর ইস্কাটন এলাকা অভিযান চালায় র‍্যাব। এই অভিযানে ইস্কাটন এলাকার একটি বাসা থেকে তিনি আটক হন। গ্রেফতার করা পর র‍্যাব ফরহাদ হোসেনকে আদাবর থানা পুলিশে সোপর্দ করে।

জানা যায়, গত পাঁচ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন আদাবর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভূইয়া। তিনি জানান, আদাবর থানার একটি হত্যা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে।

/এএস

Exit mobile version