Site icon Jamuna Television

ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে গুপ্তহত্যার পরিকল্পনায় ৬ বিদেশি নাগরিককে গ্রেফতার

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গুপ্তহত্যার পরিকল্পনার অভিযোগে ছয় বিদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে তিনজন মার্কিন, দু’জন স্প্যানিশ ও একজন চেক প্রজাতন্ত্রের নাগরিক। স্থানীয় সময় শনিবার, দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এই তথ্য জানান ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী।

তার অভিযোগ, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র ষড়যন্ত্রের অংশ হিসেবে মাদুরোসহ ভেনেজুয়েলা সরকারের শীর্ষ পর্যায়ের নেতাদের হত্যার উদ্দেশ্যে-ই এই বিদেশিরা দেশটিতে এসেছিলেন।

তবে, মার্কিন পররাষ্ট্র দফতর নিকোলাস মাদুরোর বিরুদ্ধে এই কথিত হত্যার ষড়যন্ত্রে সিআইএ-র জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

উল্লেখ্য, ভেনেজুয়েলার সবশেষ নির্বাচনে নিকোলাস মাদুরোর বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ তোলে পশ্চিমারা। দু’দিন আগেই প্রেসিডেন্টের ঘনিষ্ঠ ১৬ সহযোগীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।

/এআই

Exit mobile version