Site icon Jamuna Television

গাজীপুরের কালীগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে শিশুসহ নিহত ৫

গাজীপুরের কালীগঞ্জে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছে শিশু। এছাড়াও দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।

শনিবার (১৪ সেপেম্বের) রাত আনুমানিক পৌনে ১১টার দিকে দেওপাড়া এলাকায় এই দুর্ঘটনা হয় বলে জানিয়েছেন কালীগঞ্জ থানার ওসি।

তিনি জানান, পণ্যবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজি অটোরিকশাটির। এতে ঘটনাস্থলেই শিশু’সহ চার জন নিহত হয়। হাসপাতালে নেয়ার পর মারা যায় আরও একজন।

নিহতরা হলেন- রাবেয়া, আমানুল্লাহ, মোহাম্মদ আলী, অমল কুমার ও নাজমুল। নিহতদের মরদেহগুলো কালীগঞ্জ থানায় রাখা হয়েছে।

/এআই

Exit mobile version