Site icon Jamuna Television

কবে বৃষ্টি কমবে জানালো আবহাওয়া অফিস

আজ ঢাকাসহ সারাদেশে দিনব্যাপী বৃষ্টি হবে, তবে সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি স্থল নিম্নচাপে পরিণত হয়ে যশোর ও খুলনা অঞ্চলে অবস্থান করে গতকাল শনিবার থেকেই। এটি বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গের দিকে চলে যাচ্ছে। তাই বৃষ্টির পরিমাণও কমে আসছে।

এদিকে এখনও সমুদ্র বন্দর গুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত আর নদী বন্দর গুলোকে ২ নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টি হয়েছে ৪৩ মিলিমিটার। সবচেয়ে বেশি হয়েছে পটুয়াখালীতে ২২৩ মিলিমিটার।

/এটিএম

Exit mobile version