
ষ্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ :
সরকারি কাজে বাঁধাদানের অভিযোগে সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা মো: শাহিনুর আলমকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৯টার দিকে পৌর এলাকার সয়াধানগড়া উত্তর পাড়া মহল্লার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আমির শাহিনুর আলম সয়াধানগড়া উত্তরপাড়া মহল্লার মাওলানা ফজলুর রহমানের ছেলে। একই রাতে জেলার গোয়েন্দা পুলিশ বেলকুচিতে অভিযান চালিয়ে ধুকুরিয়া বেড়া ইউনিয়ন জামাতের আমির মওলানা সানোয়র হোসেন ও জেলা শ্রমিক ফেডারেশনের সাবেক আমির মোকবুল হোসেনকে গ্রেফতার করেছে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ দাউদ এতথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত শাহিনুর আলমের বিরুদ্ধে নাশকতা, সরকারি কাজে বাঁধাদানের অভিযোগে ৯টি মামলা রয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি মামলায় সে এজাহারভুক্ত আসামি। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদে অভিযান চালিয়ে তাকে নিজবাড়ি থেকে গ্রেফতার করা হয়। অপর দিকে মওলানা সানোয়ার হোসেন ও মোকবুল হোসেনের বিরুদ্ধে বিস্ফোরক সহ বেশ কটি মামলা রয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ ।



Leave a reply